
নির্দিষ্ট ইমেজে সীমাবদ্ধ থাকতে চান না অনন্যা
ফেব্রুয়ারি ১৯, ২০২১অল্প সময়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। এরইমধ্যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।
অনেকেই অনন্যাকে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তুলনা করেন। তবে অভিনয় ক্যারিয়ারে দীপিকা পাড়ুকোনের পথে হাঁটতে চান এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, অনন্যা কোনো নির্দিষ্ট ইমেজে সীমাবদ্ধ থাকতে চান না। তিনি এমন সব চরিত্রে অভিনয় করতে চান যেগুলোতে বৈচিত্র থাকবে। গ্ল্যামার কিংবা সাদামাটা সব চরিত্রেই অভিনয় করতে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট দর্শকের কাছে পৌঁছাতে চান।
বর্তমানে নির্মাতা সকুন বাত্রার একটি সিনেমায় অভিনয় করছেন অনন্যা। সিনেমাটিতে তার সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী। এছাড়া পুরি জগন্নাথের ‘লিগার’ সিনেমায় দেখা যাবে তাকে। এই সিনেমায় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করেছেন অনন্যা।