
কী কারণে গ্রেপ্তার হলেন স্বপ্না?
ফেব্রুয়ারি ১২, ২০২১জনপ্রিয় মডেল ও বলিউডের আইটেম ডান্সার স্বপ্না চৌধুরীকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আটক করেছে পুলিশ। আটকের পর ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০, ৪০৬ এর বি ধারায় স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে স্বপ্নাকে আটক করেছে দিল্লি পুলিশ।
অভিযোগে বলা হয়, বিগ বসের সাবেক এ প্রতিযোগীর সঙ্গে তাদের চুক্তি ছিলো। যে চুক্তি অনুযায়ী স্বপ্না তাদের কোম্পানির কথা ছাড়া কোনো কাজ করতে পারবেন না। স্বপ্নার হয়ে তারাই বিভিন্ন অনুষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করবেন। কিন্তু স্বপ্না চুক্তি অনুযায়ী কাজ করেননি।
শুধু তাই নয়, স্বপ্না চৌধুরী ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েও তা ফেরত দেননি বলেও ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে। যদিও এ ব্যাপারে এখন মুখ খোলেননি স্বপ্না।