
কসাইয়ের স্ত্রী নওশাবা!
ফেব্রুয়ারি ৯, ২০২১নির্মাতা অনন্য মামুন তৈরি করছেন ওয়েব ফিল্ম ‘কসাই’। এতে ছোট পর্দার অভিনেতা রাশেদ মামুন অপুকে নাম ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে যুক্ত হলেন কাজী নওশাবা আহমেদ। এরইমধ্যে অংশ নিয়েছেন দৃশ্যায়নেও।
সম্প্রতি ‘নবাব এলএলবি’ ছবির দৃশ্যের জন্য এক পুলিশ সদস্যের অভিযোগের প্রেক্ষিতে কিছুদিন কারাগারে আটক ছিলেন অনন্য মামুন। ওই সময় নাকি তিনি ‘কসাই’-এর গল্পটি ভেবেছিলেন। জামিন মিলতেই নতুন এ ছবির ঘোষণা দেন।
ছবিতে নওশাবার চরিত্রের নাম স্মৃতি। সংবাদমাধ্যমকে তিনি জানান, চরিত্রটি সাধারণ মনে হলেও একজন কসাইয়ের স্ত্রীর চরিত্র ধারণ করা অতো সহজ নয়। ছবিতে স্মৃতিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখানো হবে। কসাইয়ের জীবনের শেষ পরিণতির জন্য স্ত্রীই দায়ী থাকে।
জানা যায়, ফরিদপুরে ৪ ফেব্রুয়ারি ‘কসাই’-এর প্রথম ধাপের শুটিং শুরু হয়েছে। আর রবিবার ইউনিটে যোগ দেন নওশাবা।
এদিকে ৩ ফেব্রুয়ারি নাম ঠিক না হওয়া একটি ছবির প্রথম ধাপের শুটিং শেষ করেছেন নওশাবা। এই ছবিতে তার নায়ক ইমতিয়াজ বর্ষণ। এর আগে গত বছরের শেষ দিকে অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ছবিতে কাজ করেন নওশাবা। ওই ছবিটি চা বাগানের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে।