
কলকাতার দুই ছবিতে নুসরাত ফারিয়া
ফেব্রুয়ারি ২৮, ২০২১হালের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কলকাতার ছবিতে কাজ করছেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘বঙ্গবন্ধু’র বায়োপিক নিয়ে।
এর বাইরে ফারিয়ার হাতে জমা পড়েছে কলকাতার দুটি ছবি। এগুলো হলো-‘বিবাহ অভিযান-২’ ও ‘ভয়’। ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিং শেষে
এপ্রিলে কলকাতায় ‘ভয়’র শুটিং করবেন ফারিয়া।
এরপর এপ্রিলের মাঝামাঝিতে শুরু হবে তার ‘বিবাহ অভিযান-২’। দুই বছর আগে কলকাতার ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন অভিনেত্রী।
ছবিটির সিক্যুয়ালেও থাকছেন বাংলাদেশি এই নায়িকা। দেশেও অভিনেত্রীর ব্যস্ততা কম নয়। ক’দিন আগেই শেষ করেছেন ‘পাতালপুরী’ ছবির শুটিং।
এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ঢাকা ২০৪০’, ‘অপারেশন সুন্দরবন’ শিরোনামের ছবিগুলো। ফারিয়া ওয়েব ফিল্মেও নাম লিখেছেন। ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মের শুটিংও করছেন তিনি।