
এক বছর পর কনসার্টে ফিরছেন জেমস
ফেব্রুয়ারি ১৫, ২০২১দীর্ঘ এক বছর পর ভক্তদের সামনে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন ব্যান্ড তারকা জেমস। সেই সুযোগের জন্য আরো কিছুটা অপেক্ষার প্রহর গুনতে হবে তার দুষ্টু ছেলের দলকে। ১২ মার্চ ক্লাসরুম এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে মিরপুর ১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে আয়োজিত কনসার্টে গান গাইবে ব্যান্ডদল নগর বাউল।
সোমবার এই তথ্য নিশ্চিত করে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, সবশেষ গেল বছরের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করেছিলো নগর বাউল। ঠিক এক বছর পর আবার কনসার্টে ফিরছি আমরা।
এই অনুষ্ঠানে নগরবাউল জেমসের পাশাপাশি স্টেজ মাতাবেন ডি জে রাহাত। আয়োজকদের মধ্যে রয়েছেন- ফাহিমুজ্জামান ফাহিম, মাসুদ রানা, সিরাজুল আজাদ, নিশাত, দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মাশরাফসহ অনেকেই।
আয়োজকরা জানান, আমাদের সবার প্রিয় নগরবাউল জেমস! আমরা যার গান শুনে উন্মাতাল হয়ে যেতাম। সেই গুরু আসছেন গানে গানে মাতাতে। আসলে, সব বন্ধুকে একত্রিত করতেই আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে মাতামাতি আর হারিয়ে যেতে চাই সোনালি অতীতে।