
অভিনয় ছাড়বেন নওয়াজউদ্দিন!
ফেব্রুয়ারি ২২, ২০২১নওয়াজউদ্দিন সিদ্দিকী একজন তুমুল জনপ্রিয় অভিনেতা। বলিউডের এই অভিনেতা জানান, একই চরিত্রে যদি বার বার অভিনয় করতে হয়, তাহলে একঘেয়েমি চলে আসবে। আর একঘেয়ে লাগলে দু’বছরের আমি সিনেমা জগত থেকে সরে যাব আমি।
নওয়াজউদ্দিন সিদ্দিকী আরও জানান, দুই-একটা সিনেমা হিট করলেই অভিনেতা হওয়া যায় না। বরং প্রতিটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করলেই, অভিনেতার আসল সত্তা বজায় থাকে।
নওয়াজউদ্দিন সিদ্দিকী জটিল চরিত্র পছন্দ করেন। চরিত্র পছন্দ হলে তবেই পরিচালকদের সঙ্গে কাজ করতে রাজি হন তিনি। এমনকি সিনেমার কাহিনি ভালোনা হলেও কিছু যায় আসে না তার। নওয়াজ মানেই সিনেমা প্রেমীদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
বর্তমানে ‘সাঙ্গীন’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি।