
স্বামীর সংসার করবেন না কিম কার্দাশিয়ান!
জানুয়ারি ৬, ২০২১ছয় বছরের সংসারজীবনের ইতি টানতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ান। আন্তর্হজাতিক সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। যদিও এ প্রসঙ্গে কিম কার্দাশিয়ান ও কানিয়ে ওয়েস্ট এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
জানা গেছে, কিম কার্দাশিয়ান ও কানিয়ে ওয়েস্টের বিচ্ছেদ আসন্ন। কিম এরই মধ্যে বিচ্ছেদের জন্য লরা ওয়াসার নামে একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। শুধু তা-ই নয়, গেল কয়েক মাস এই দম্পতি আলাদা থাকছেন। তবে কানিয়ে ওয়েস্ট এখনো সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ ছাড়া একাধিক গণমাধ্যমের খবর, এ দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও কিম এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেননি।
গেল বছরের জুলাইয়ে কিম বেশ কয়েকটি টুইট বার্তায় বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন। তখন কিম অভিযোগ তুলেছিলেন, তার স্বামী বাইপোলার ডিজঅর্ডার নামে মানসিক রোগে আক্রান্ত।