
‘সুবর্ণ রেখা’য় অপি করিম
জানুয়ারি ১৫, ২০২১নতুন ছবিতে অভিনয় করেছেনন অপি করিম। সুবর্ণ রেখা নামের সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন। সিনেমাটি প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
সিনেমায় অপি করিমের পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন নিজেও। ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলন। আয়োজনে দেয়া সিনেমা পরিচিতি বইতে সুবর্ণ রেখা সিনেমাটি নিয়ে যাবতীয় তথ্য দেয়া আছে।
সিনেমাটির গল্প শুরু হয় জয়নাল ও রেখা দম্পতির গল্প দিয়ে। সুখী এ দম্পতি একসঙ্গে সময় কাটাতে নেপাল ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। নেপালে রওনা হওয়ার রাতেই দুর্ঘটনায় মৃত্যু হয় রেখার।
মানসিকভাবে ভেঙে পড়েন জয়নাল। প্রতিটি মুহূর্ত তার রেখার কথা মনে পড়ে। এমন পরিস্থিতিতে জয়নালের বোন তাকে নেপাল পাঠিয়ে দেয় মানসিক পরিবর্তনের জন্য।
নেপালের রাস্তায় জয়নালের সঙ্গে দেখা হয় বীথি ও শামিম দম্পতির। তাদের সঙ্গে জয়নালের ভালো সময় কাটতে থাকে। একটা সময় জয়নাল কিছু সত্য আবিষ্কার করে শামিম সম্পর্কে যা জয়নালকে নতুন করে তার পরিস্থিতি ভাবতে শেখায়।
সুবর্ণ রেখা সিনেমার গল্প লিখেছেন পান্থ শাহরিয়ার। প্রযোজনা করেছেন শহীদুল আলম সাচ্চু ও ইমপ্রেস টেলিফিল্ম।