
সিকিমে সৃজিত-মিথিলা
জানুয়ারি ৬, ২০২১নতুন বছরে মেয়ে আয়রাকে নিয়ে কলকাতা উড়াল দিয়েছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বছরের শুরুর দিন সৃজিত মুখার্জির সঙ্গে ঘুরেছেন কলকাতার অলিতে গলিতে। এবার অবকাশ যাপন করতে মেয়ে ও স্বামীর সঙ্গে সিকিম গিয়েছেন মিথিলা।
সেখানকার তিনটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিথিলা। ক্যাপশনে লিখেছেন, কাঙিখত বিরতি। #ফ্যামিলি ভ্যাকেশন। পোস্টের লোকেশন দেওয়া সিকিম।
একই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে সৃজিত লিখেছেন, ওয়াসিস ক্যাফে। রংপো। সঙ্গে আমার ছোট্ট নারী। নেটিজেনদের কটু আক্রমণ থেকে রক্ষা পেতে সৃজিত-মিথিলা দুজনেই পোস্টের কমেন্টস অপশন বন্ধ রেখেছেন।
এদিকে, বড়দিন আয়রা সময় কাটিয়েছেন বাবা তাহসান খানের সঙ্গে। তারপরই নতুন বছর উদযাপন করতে চলে গেছেন সৃজিত মুখার্জির কাছে।