
সাইফের বাড়ির সামনে কেন পুলিশি নিরাপত্তা
জানুয়ারি ১৮, ২০২১‘তাণ্ডব’ ওয়েব সিরিজে অভিনয় করে নেটিজনদের তাণ্ডবের শিকার হলেন সাইফ আলী খান। হিন্দুধর্মে আঘাতের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যাশট্যাশ বয়কট তাণ্ডব’ ক্যাম্পেইন চলছে। কেউ কেউ আবার বলিউডকেও বয়কটের ডাক দিয়েছেন।
সামজিক যোগাযোগ মাধ্যম থেকে বেরিয়ে বাস্তবে এসেও প্রভাব ফেলেছে ঘটনাটি। তাই বাধ্য হয়ে সাইফ আলী খানের বাড়ির সামনে দেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তা।
১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইমে আলি আব্বাস জাফর পরিচালিত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে। সঙ্গে সঙ্গে টুইটারে শুরু হয়েছে ‘বয়কট তাণ্ডব’ ট্রেন্ড।
মহারাষ্ট্রের ঘাটকোপারের বিজেপি বিধায়ক রাম কদমের অভিযোগ, সিরিজে হিন্দু দেবতা শিবকে অবমাননা করা হয়েছে। অভিনেতা সাইফ আলি খানকে ক্ষমা চাওয়ার দাবি করেন এই বিজেপি নেতা।
এমনকি হুমকি দেওয়া হয়েছে, এর পরে যদি হিন্দুধর্ম বা দেবতাদের অপমান করে কিছু বানানো হয়, তবে প্রকাশ্যে জুতাপেটা করা হবে। এদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, এরইমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে ঘাটকোপার থানায়।