
শ্রীমঙ্গলে আঁচল
জানুয়ারি ১৬, ২০২১জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি এখন শ্রীমঙ্গলে। সেখানে যমজ ভূতের গল্প ছবির শুটিং-এ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে বেশির ভাগ কাজ শেষ হয়েছে। এই লটেই পুরো ছবির কাজ শেষ হবে বলে জানালেন আঁচল।
গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া শুটিং চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
আঁচল জানালেন, ছবিতে তার চরিত্রের নাম পরী। নতুন বিবাহিতা একটি মেয়ে। স্বামীর সঙ্গে হানিমুনে যায়। সেখানে নানা ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তাকে। এই ছবিতে তাকে দ্বৈত চরিত্র দর্শক দেখবেন। একদিকে সাধারণ মেয়ে পরী রূপে অন্যদিকে ভূতের চরিত্রটিও তিনিই করছেন।
ছবিতে আঁচলের বিপরীতে আছেন নবাগত মঈন খান। গল্প-চিত্রনাট্যে ও নির্মাণ করছেন মিজানুর রহমান লাবু।
এছাড়া আঁচল কর্পোরেট নামে একটি ওয়েব ফিল্ম-এর কাজ শেষ করেছেন। মুক্তির প্রহর গুনছে তার অভিনীত কাজের ছেলে, আয়না, চিৎকার নামের ছবিগুলো।