
‘শূন্যতা’র মাঝেই বছর শুরু শাফিন আহমেদের
জানুয়ারি ৫, ২০২১‘শূন্যতা’ শিরোনামের গান নিয়ে হাজির হতে যাচ্ছেন মাইলস ব্যান্ডের ভোকাল ও নন্দিত ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শাফিন আহমেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও গান-ভিডিওতে প্রকাশ পাবে ‘শূন্যতা’।
অস্ট্রেলিয়াপ্রবাসী নিয়াজ মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন গায়ক নিজেই। গানটি রেকর্ড হয়েছে শাফিনের ক্যান্ডি রেকর্ডিং স্টুডিওতে।
এ গান প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, গানের কথাগুলো সুন্দর। যদিও সুরের সুবিধার্থে কথায় কিছু পরিবর্তন করে গেয়েছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।
তিনি আরো জানান, গানচিত্রে তার সঙ্গে মডেল হয়েছেন সোনিয়া হোসেন। গান তৈরির গল্পও থাকছে ভিডিওতে, যেটি নির্মাণ করেছেন আহমেদ স্টিভ।