
বিয়ে করলেন মাহি-ফারিয়ার নায়ক ওম
জানুয়ারি ২, ২০২১মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম ও জলির নায়ক হিসেবে ভারতীয় অভিনেতা ওম সাহানিকে দেখেছে বাংলাদেশের দর্শক। এবার বিয়ে করে খবরের শিরোনামে এলেন তিনি।
কলকাতার সংবাদমাধ্যম জানায়, বছরের শুরুতেই ওম সাহানি ও মিমি দত্তর চার হাত এক হলো। আগে থেকে কেউই তাদের বিয়ের কথা জানতে পারেনি। আচমকা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সকলকে চমকে দিলেন নবদম্পতি।
বছরের একেবারে শুরুর দিনে ইনস্টাগ্রামে জীবনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মিমি। জানান, আইনি মতে বিয়ে সেরেছেন দুজনে।
দুজনের সম্পর্ক অনেক বছরের। প্রেম নিয়ে সেভাবে রাখঢাক করতে দেখা যায়নি তাদের। একে অপরের সঙ্গে কাটানো মুহূর্ত দুজনেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বহুবার। সম্প্রতি একসঙ্গে এসেছিলেন অনিবার্ণের বিয়েতে।