
বিয়ে করলেন আলি আব্বাস জাফর
জানুয়ারি ৬, ২০২১বিয়ে করলেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির নির্মাতা আলি আব্বাস জাফর। অল্প কয়েকজন অতিথির উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ‘ভারত’ ছবির এই নির্মাতার বিয়ের সকল আনুষ্ঠানিকতা।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিয়ের একটি ছবি শেয়ার করে আলি আব্বাস জাফর লিখেছেন, যখনই আমি তোমার দিকে তাকাই, আমার সমস্ত চিন্তা দুঃখ অদৃশ্য হয়ে যায়। আলিসিয়া জাফর, চির জীবনের জন্য আমার।
আলি আব্বাস জাফরের পোস্ট থেকেই জানা যায় তার স্ত্রীর নাম আলিসিয়া জাফর।
‘সুলতান’, ‘ভারত’, ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো ছবি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। আগামী ১৫ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাচ্ছে আলির পরিচালিত ‘তাণ্ডব’।