
বিচ্ছেদের দুই যুগেরও পর একসঙ্গে প্রসেনজিৎ-দেবশ্রী
জানুয়ারি ৪, ২০২১এখনো দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন প্রসেনজিৎ। অন্যদিকে দেবশ্রী রায় আর অভিনয় করেন না বললেই চলে। টালিউডের এই দুজন অভিনেতা-অভিনেত্রী ১৯৯২ সালে বিয়ে করেন আর তাদের বিচ্ছেদ হয় ১৯৯৫ সালে। এরপর প্রসেনজিৎ দুবার বিয়ে করলেও দেবশ্রী বিয়ে করেননি। বিচ্ছেদের পর এক সিনেমায়ও দেখা যায়নি।
তবে এতো বছর পর এক সিনেমায় দেখা যাবে প্রসেনজিৎ ও দেবশ্রীকে। এই আসম্ভব কাজটি সম্ভব করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজ। শিবপ্রসাদ ও নন্দিতা মিলে নতুন একটি সিনেমা করেছে। সেই সিনেমাতেই দেখা যাবে প্রসেনজিৎ ও দেবশ্রীকে।
প্রসেনজিৎ-দেবশ্রীর সঙ্গে সিনেমায় আরো থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ত্রয়ীর একসঙ্গে এক সিনেমায় অভিনয় এবারই প্রথম। সিনেমার প্লট নিয়ে কোনো কথা বলেননি পরিচালকদ্বয়।
তবে ভারতীয় গণমাধ্যম বলছে শিগগিরই শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। ২০২১ সালেই মুক্তি পাবে শিবপ্রসাদ ও নন্দিতার নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি।