
বহিষ্কারের দশা হয়েছিল সারার
জানুয়ারি ১১, ২০২১‘সিম্বা’, ‘লাভ আজ কাল’ ছবি দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করছেন সারা আলি খান। শিগগিরই আসছে তার নতুন ছবি ছবি ‘আটরঙ্গী রে’। এই ছবিতে তাকে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে।
মুম্বাইয়ের ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুলের পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন সারা। ‘হ্যালো’ ম্যাগাজিনে মা অমৃতার সঙ্গে ফটোশুট করেন তিনি। এরপরই তার কাছে মডেলিং ও অভিনয়ের সুযোগ আসতে থাকে।
এর আগে স্কুলজীবনে বেশ দুষ্টুমি করতেন সারা। একবার দুষ্টুমির জন্য বকুনি খেয়েছিলেন। স্কুলের প্রিন্সিপাল নাকি সাসপেন্ড করার ভয়ও দেখিয়েছিলেন।
এক সাক্ষাৎকারে সারা জানিয়েছিলেন, স্কুল বা কলেজে তিনি ছিলেন আর পাঁচজন সাধারণ পড়ুয়ার মতোই। তিনি যে স্টারকিড সে কথা ভুলে পড়াশোনায় মন দিতে বলতেন সাইফ। সেটাই মনে রাখতেন সারা।