
বরুণ-নাতাশার বিয়ে কাল
জানুয়ারি ২৩, ২০২১দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকেই বিয়ে করছেন বরুণ ধাওয়ান। বিয়ের সব আয়োজন শেষ। রাত পোহালেই ২৪ জানুয়ারি মহারাষ্ট্রের আলিবাগের ম্যানশন হাউস রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরইমধ্যে একে একে পৌঁছে গেছেন বর-কনে, তাদের পরিবার ও বন্ধুবান্ধব।
শনিবার ভেন্যুতে সাদা টি-শার্ট ও জিন্স পরে পৌঁছেছেন বর। শুক্রবারের মেহেদী অনুষ্ঠানের পর শনিবার বরুণ ও নাতাশার সংগীত অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ভেন্যুর চারদিকে ভারী পর্দা লাগানো হয়েছে। রিসোর্টের সিসিটিভি ক্যামেরা ও রিসোর্টের কর্মীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আমন্ত্রিত অতিথিদের মোবাইল বা ক্যামেরা ব্যবহারেও সতর্কতা অবলম্বন করা হবে। আলিবাগের ম্যানশন হাউজ ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা।
শাহরুখ খান ও গৌরি খান তাদের আলিবাগের ঘর ছেড়ে দিয়েছেন বরুণ ও নাতাশার বিয়ের অতিথিদের থাকার জন্য। করোনাভাইরাসের কারণে অল্প সংখ্যক আত্মীয় ও বন্ধুবান্ধব নিয়ে বিয়ে সারছেন বরুণ-নাতাশা।