
বড় পর্দায় আসছেন ঊর্মিলা
জানুয়ারি ১৭, ২০২১জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ২০১৯ সালের শেষের দিকে ‘ফ্রম বাংলাদেশ’ শিরোনামের একটি ছবিতে কাজ শুরু করেন তিনি।
ছবির ডাবিং বাকি এখনও বাকি আছে। শিগগিরই সেটির কাজ শেষ করতে চান ঊর্মিলা। করোনার কারণেই কাজটি পিছিয়ে যায়।
ঊর্মিলা বলেন, এ বছরেই বড় পর্দায় দর্শক আমাকে দেখতে পাবেন। যদি ডাবিংসহ ছবির অন্য কাজগুলো পরিচালক শেষ করতে পারেন।
এ ছাড়া আমি একটু গতানুগতিক ধারার বাইরের গল্পের ছবিতে কাজ করতে চান তিনি। ঊর্মিলা এখন টানা ব্যস্ত সময় একক ও ধারাবাহিক নাটক নিয়ে। এরইমধ্যে হারুনোর রুশোর চারটি একক নাটকের শুটিং শেষ করেছেন তিনি। আগামীকাল অন্য একজন নির্মাতার সিঙ্গেল নাটকে কাজ করবেন বলে জানান তিনি। এ ছাড়া সম্প্রতি মাহমুদুল হাসান রানার সাত পর্বের একটি ধারাবাহিকের শুটিং শেষ করেছেন তিনি। এদিকে এই অভিনেত্রীর হাতে আছে ‘একাই একশো’, ‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলুস্থূল’ ও ‘পরাধীন’ শিরোনামের কয়েকটি ধারাবাহিক নাটক।