
বখাটে অপূর্ব ও সাহসী সাবিলা!
জানুয়ারি ১৪, ২০২১‘কাভার পেজ’ শিরোনামে একটি নাটকের শুটিং শেষ করেছেন ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। পৃষ্ঠা উল্টালেই অন্য গল্প- এমন স্লোগান নিয়ে নাটকটির চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। নাটকটি নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের জন্য।
জানা গেছে, নাটকে অপূর্ব অভিনয় করেছেন উদয় চরিত্রে। মহল্লার বখে যাওয়া যুবকের চরিত্রে দেখা যাবে তাকে। যদিও মানুষটা অন্যরকম। আর সাবিলাকে দেখা যাবে সরকারি এক কর্মকর্তার মেয়ে নীপার চরিত্রে। উচ্ছল ও সাহসী মেয়েটার সঙ্গে উদয়ের ভুল বোঝাবুঝি চলতে থাকে নানা কারণে।
সঞ্জয় সমদ্দারের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সাবেরী আলম, রাশেদা আক্তার, সিয়াম নাসির প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ চমক হিসেবে ফেব্রুয়ারিতে উন্মুক্ত করা হবে ‘কাভার পেজ’ নাটকটি।