
প্রিয়াঙ্কা মেক-আপ করতে সময় নেন মাত্র দশ মিনিট!
জানুয়ারি ২৪, ২০২১বলিউড-হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মেক- আপ করতে সময় নেন মাত্র দশ মিটিন। এরই মধ্যে প্রিয়াঙ্কার দশ মিনিটের মেকআপের ভিডিও ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছে।
নিজের মাত্র দশ মিনিটের মেকআপের ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে নিজেই সেলফি ক্যামেরা অন করে মেক-আপ টিপস দিয়েছেন সকলকে।
প্রথমে সামান্য ফাউন্ডেশন তারপর হালকা ব্লাশ ও হালকা লিপস্টিক ও মেসি বান করেই রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। কখনো খুলে দেন চুল। এই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। এতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি।