বলিউডে ২০ বছর পার করার পরও আগের মতোই উদ্যমে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউড নয়, হলিউডেও এখন নিয়মিত মুখ তিনি। যার সাফল্যের রহস্য একটাই- কঠিন পরিশ্রম।
২০ বছর পূর্তিতেই স্মৃতিচারণ করলেন বলিউডে নিজের চরিত্রগুলো। নিজেই জানালেন, কোন তিনটি চরিত্রে অভিনয় করার জন্য বেশ বেগ পেতে হয়েছিল অভিনেতাকে। ইনস্টাগ্রামে তুলে ধরলেন সেই গল্প।
২০১৫ সালে ‘বাজিরাও মস্তানি’, ২০১২ সালে ‘বরফি’ আর ২০১১ সালে ‘সাত খুন মাফ’। এই তিনটি ছবি রীতিমতো নাড়িয়ে দিয়েছিল তার ক্যারিয়ার। বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ ছবিতে সুসানের চরিত্রে অভিনয় করেছিলেন, যেই নারী প্রকৃত ভালোবাসা খুঁজতে একের পর এক বিয়ে করেন। আর একের পর এক স্বামীকে খুন করেন।
অনুরাগ বসুর ‘বরফি’ ছবিতে অটিস্টিক মেয়ের চরিত্রে প্রিয়াঙ্কার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। আর সঞ্জয় লীলা বনসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে তিনি কাশীবাঈ।
প্রিয়াঙ্কার কথায়, ভিন্ন সময়ে এই তিন ভিন্ন চরিত্রে তিন অসাধারণ পরিচালকের সঙ্গে অভিনয় করেছি গভীরতা, লড়াই আর অধ্যাবসায় দিয়ে।