
নুসরাত-যশের গাড়িতে হামলা
জানুয়ারি ১৯, ২০২১টলিপাড়ায় এখন পুরোদমে মুখরিত অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্তর প্রেমের গুঞ্জন। এই গুঞ্জনের মাঝেই একসঙ্গে শো করতে গিয়েছিলেন তারা। আর যাত্রাপথে তাদের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে যশ দাশগুপ্ত বলেন, কুলগাছিতে শো করতে যাচ্ছিলাম আমি আর নুসরাত। আমাদের পাঁচটি গাড়ি ছিলো। যাওয়ার পথে এক জায়গায় চা খেতে নেমে চোখে পড়ে, আমার গাড়ির পেছনের কাচ ভাঙা। আরো তিনটি গাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কিছুক্ষণ আগে আমরা শব্দ পেয়েছিলাম কিন্তু গুরুত্ব দিইনি। কে বা কারা কাজটি করেছে এ বিষয়ে কোনো ধারণা নেই।
অন্যদের মতো নুসরাত জাহানও বুঝতে পারেননি কখন এই ঘটনা ঘটেছে। তার কথায়, এই দুর্ঘটনার আগাম আঁচ পর্যন্ত করতে পারিনি। কী করে এই ঘটনা ঘটল তা জানি না।
যশ ও নুসরাতের প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে তখন একসঙ্গে শো করলেন তারা। যা এই গুঞ্জনকে আরো তীব্র করেছে। নুসরাত জাহান বলেন, পরিকল্পনা করে একসঙ্গে শো করছি না। আয়োজকদের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল, তাই করেছি। এ রকম প্রস্তাব পেলে আবার নিশ্চয়ই একসঙ্গে শো করবো।