
নতুন লুকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ‘নিখোঁজ’ বুবলি!
জানুয়ারি ১, ২০২১গত বছরের ফেব্রুয়ারি থেকে নতুন বছরের জানুয়ারি— এই দশ মাসে কোথাও দেখা যায়নি চিত্রনায়িকা শবনম বুবলিকে।
হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে গেছেন তিনি।
গত বছরের ১৪ ফেব্রয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে তার অভিনীত ‘বীর’ সিনমা মুক্তি পেলেও সিনেমাটির কোনো প্রচার-প্রচারণায় অংশ নেননি এ নায়িকা। ফলে তাকে নিয়ে শুরু হয় নানা কানাঘুষা, গুঞ্জন ও বিতর্ক। ‘বুবলী অন্তঃসত্ত্বা’— এমন খবরও লোকমুখে শোনা যায়। তবুও আড়াল ভাঙেননি বুবলি।
গত বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট— এই ছয় মাস সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায়নি তাকে। আর গত ফেব্রুয়ারি থেকে বুবলির মুঠোফোন ও ম্যাসেঞ্জারে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করতে থাকলেও কোনো সাড়া মেলেনি।
এবার জানা গেলো নতুন বছরে আড়াল ভাঙছেন বুবলি।এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব হয়েছেন। বছর শুরুর দিনে ফেসবুকে মুখ খুললেন তিনি। ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানিয়েছেন। তিনি আরো লেখেন, নতুন বছরে নতুন লুকে শুরু করছি।
শোনা যাচ্ছে, নতুন বছরে আড়াল ভেঙে আবারো চলচ্চিত্রের শুটিংয়ে ফিরবেন বুবলি। ইতোমধ্যে অনেক পরিচালক, সহশিল্পী তার সঙ্গে নতুন ছবির ব্যাপারে যোগাযোগ করছেন।