
নওশীনের পর করোনার টিকা নিলেন হিল্লোল
জানুয়ারি ১৪, ২০২১যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী নওশীন নাহরীন মৌ গত ৫ জানুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এবার করোনার টিকা পেলেন তার স্বামী অভিনেতা আদনান ফারুক হিল্লোল। তিনি ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে জানান নওশীন।
বিষয়টি জানিয়ে নওশীন বলেন, কয়েক দিন আগে হিল্লোল করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে। এখনো সবকিছু ঠিকঠাক আছে। কিছুদিন পর দ্বিতীয় ডোজ নেবে। আপনারা সবাইকে আমাদের জন্য দোয়া করবেন।
ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ ভালোবেসে ঘর বাঁধেন। বর্তমানে নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন তারা। মাঝে মধ্যে ছুটিতে দেশে আসলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন।