
দুবাইয়ের বন্ধুকে বিয়ে করছেন মৌনী রায়
জানুয়ারি ১৭, ২০২১বলিউডের বাঙালি কন্যা মৌনী রায় শিগগিরই বিয়ে করছেন। ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ারের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি।
করোনার জেরে লকডাউন চলাকালীন দুবাইতে দিদির বাড়িতে গিয়ে আটকে পড়েন মৌনী রায়। লকডাউনের মাঝে দিদির বাড়িতে থেকেই একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেন মৌনী রায়।
জি নিউজের খবর, দুবাইতে থাকাকালীনই বিশেষ বন্ধু সূরজ নাম্বিয়ারের সঙ্গে সময় কাটাতে শুরু করেন মৌনী। এমনকী, নিজের জন্মদিন উপলক্ষ্যে মৌনী যখন দুবাইতে যান, তখনও সূরজের সঙ্গে তিনি সময় কাটান বলে জানা যায়।
সে সময় মৌনী এবং সূরজের বেশ কয়েকটি ছবিও প্রকাশ্যে আসে। যদিও সূরজ তাঁর বন্ধু বলেই বার বার দাবি করেন মৌনী রায়। তবে এখনো এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনি।