
ঢাকা চলচ্চিত্র উৎসবে আসিফের ‘গহীনের গান’র বিশেষ প্রদর্শনী
জানুয়ারি ১৬, ২০২১গায়ক আসিফ আকবর নায়ক হিসেবে ২০১৯ সালে বড় পর্দায় হাজির হয়েছিলেন। ‘গহীনের গান’ নামের সংগীত বিষয়ক চলচ্চিত্রটিতে তাকে প্রথমবার অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রটি প্রদর্শিত হতে যাচ্ছে ১৯তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এ।
রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ‘গহীনের গান’-এর বিশেষ প্রদর্শনী উপভোগ করতে পারবেন দর্শক।
বাংলাঢোল প্রযোজিত ও কথাসাহিত্যিক সাদাত হোসাইন পরিচালিত চলচ্চিত্রটি উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে। এতে উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির প্রযোজক ও শিল্পী-কুশলীদের অনেকেই। দর্শনী মূল্য থাকছে ৫০টাকা।
আসিফ আকবর ছাড়াও ‘গহীনের গান’-এ আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন প্রমুখ।
ছবিতে ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া নয়টি গান। বেশিরভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এ প্রতিপাদ্যে আজ (১৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে উনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসব উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।