
জ্যোতিষী ভবিষ্যৎবাণী: বিরুষ্কার পরিবারে আসছে কন্যাসন্তান
জানুয়ারি ৮, ২০২১চলতি মাসেই বিরাট কোহলি ও অনুশকা শর্মার পরিবারে আসছে নতুন অতিথি। আর এই সুখবর যেকোনো সময় আসতে পারে। শেষমুহূর্তের গর্ভাবস্থায় রয়েছেন অনুশকা শর্মা। শুধু বিরাট-অনুশকা নন, সুখবরের অপেক্ষায় রয়েছেন তাদের অনুরাগীরা।
ছেলে নাকি মেয়ে কী আসতে চলেছে বিরাট-অনুষ্কার ঘরে? সেই ভবিষ্যৎবাণীই করেছেন এক খ্যাতনামা জ্যোতিষী। পণ্ডিত জগন্নাথ গুরুজির দাবি, বিরাট-অনুষ্কার পরিবারে আসতে চলেছে কন্যা সন্তান।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিষী জগন্নাথ গুরুজি বলেছেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং তিনি ‘ফেস রিড’ করে যা বুঝেছেন, তাতে বিরাট-অনুষ্কার ঘরে রাজকন্যা আসতে চলেছে। যে কিনা বাবা-মা দুজনেরই ভীষণ আদরের হবে।
বৃহস্পতিবার অনুশকা শর্মাকে নিয়ে চেকআপে যেতে দেখা যায় বিরাট কোহলিকে। এই মুহূর্তে হবু মাকে সব রকমভাবে খুশি রাখার চেষ্টা করছেন বিরাট। কখনো অনুষ্কাকে নিয়ে লাঞ্চ ডেট, কখনো আবার তার মন ভালো রাখতে কাছে পিঠে ‘আউটিং’-এ যেতে দেখা গিয়েছে বিরাটকে।