
জানা গেলো বরুণ-নাতাশার বিয়ের তারিখ
জানুয়ারি ১৫, ২০২১বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করতে যাচ্ছেন। চলতি মাসেই গাঁটছড়া বাঁধবেন বরুণ-নাতাশা জুটি।
বলিউড হাঙ্গামার একটি সূত্রে জানা গেছে, আগামি ২৪ জানুয়ারি মুম্বাই শহরের কাছে আলিবাগের একটি পাঁচ তারকা হোটেলে বরুণ-নাতাশা জুটির বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব মিলিয়ে যেখানে মাত্র ৪০ থেকে ৫০ জন অতিথি নিয়ে অনুষ্ঠিত হবে বিয়ে।
যদিও প্রথমে বিদেশের মাটিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা ছিলো তাদের, তবে মহামারী করোনাভাইরাসের কারণে সেটি বদলে আলিবাগের একটি পাঁচতারকা হোটেলে করা হয়েছে।
ইতোমধ্যে ধাওয়ান পরিবারের পক্ষ থেকে ই-কার্ডে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে ২২ থেকে ২৫ জানুয়ারি ডেট ব্লক করে রাখতে বলা হয়েছে অতিথিদের।
শোনা যাচ্ছে, ২২ ও ২৩ তারিখ যথাক্রমে সংগীত ও মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন করা হবে আর বিয়ে ২৪ জানুয়ারি।