
ছেলে প্রেম করছে, শ্রাবন্তী বললেন-আমি ওর পাশে আছি
জানুয়ারি ৪, ২০২১টলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ওতার স্বামী রোশান সিংয়ের সঙ্গে আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা থামছেই না। এমন সময় নতুন ইস্যু তৈরি করে দিচ্ছেন রোশান-শ্রাবন্তী।
শ্রাবন্তীকে আলোচনার রেশ থাকতেই জানা গেল- গোপনে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক! তার ইনস্টাগ্রামে ঘুরে পাওয়া গেছে খবরের সত্যতা। প্রেমিকার সঙ্গে ছবিও শেয়ার করেছেন শ্রাবন্তীর ছেলে।
জানা গেছে, মডেল দামিনী ঘোষের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন ঝিনুক। নতুন বছরে প্রেমিকার ছবি প্রকাশ্যে এনেছেন তিনি।
এদিকে, ছেলে যাই করুক তার পাশে থাকার কথা জানিয়েছেন মা শ্রাবন্তী চ্যাটার্জি। এ অভিনেত্রী বলেন, ওর যেটা করতে ইচ্ছা করবে জীবনে ও সেটাই করবে। আর আমি সব সময় ওর পাশে থাকবো।