
ঘনিষ্ঠ দৃশ্যে আর অভিনয় করবেন না গওহর
জানুয়ারি ৭, ২০২১ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেত্রী গওহর খানের নতুন সিরিজ। ‘তাণ্ডব’-এ অভিনয় করতে দেখা যাবে তাকে। ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করলেও ঘনিষ্ঠ দৃশ্যে আর অভিনয় করতে চান না তিনি।
বিয়ের পর থেকেই কি এই সিদ্ধান্ত নিলেন তিনি? এমন প্রশ্নের জবাবে গওহর জানান, না, সিদ্ধান্ত সম্পূর্ণ নিজের। যদি মনে হয়, চিত্রনাট্যে সেই দৃশ্যটির প্রয়োজন নেই, তবে সেই চরিত্রটির জন্য রাজি হই নানা তিনি। আমি একটি সীমারেখা টেনেছি নিজের জন্য।
তিনি আরো বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমার দায়িত্ব চরিত্রটিকে ফুটিয়ে তোলা। তার জন্য যা প্রয়োজন আমি করবো। কিন্তু কেবল মাত্র সাহসী দৃশ্য রাখতে হবে বলে দৃশ্যের অন্তর্ভুক্তি করাটা আমার পছন্দ না।
ডিসেম্বরের শেষের দিকে কোরিয়োগ্রাফার জায়েদ দরবারের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী গওহর খানের। কিন্তু তার এই সিদ্ধান্তে উপনীত হওয়ার কারণটি ধীরে ধীরে তৈরি হয়েছে।