
কী কারণে সব পোস্ট উধাও করলেন দীপিকা?
জানুয়ারি ২, ২০২১গেলো ৩১ ডিসেম্বর থেকে বলিউড অভিনেত্রী দীপিকার সোশ্যাল হ্যান্ডেলে চোখ রেখেই চমকে গিয়েছিলেন অনেকে। হঠাৎ করেই তার টুইটার, ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যায় সব পোস্ট। শুরুতে অনেকেই ভেবেছিলেন দীপিকার পেজ হয়তো হ্যাকড করা হয়েছে।
তবে না, নতুন বছরের শুরুতেই অনুরাগীদের চমক দিতেই এমনটা করেছেন দীপিকা পাডুকোন। অনুরাগীদের তার ‘অডিও ডায়েরি’তে স্বাগত জানিয়েছিলেন।
একটি অডিও বার্তায় দীপিকাকে বলতে শোনা গেছে, ‘আমি জানি, আপনারা সকলেই আমার সঙ্গে সহমত হবেন যে ২০২০ বছরটা ভীষণভাবে অনিশ্চয়তার একটা বছর। তবে তার সঙ্গে এটা আমার কাছে কৃতজ্ঞতা ও অস্তিত্বের একটা বিষয়ও বটে। ২০২১-এ আমার চারপাশের সমস্ত মানুষদের সুস্বাস্থ্য ও মানসিক শান্তি কামনা করছি।
তার এই অডিও বার্তার পরই বোঝা গেলো, পুরানোকে বিদায় জানাতেই আগের সমস্ত পোস্ট মুছে দিয়েছিলেন তিনি।