
কথাগুলো কেবলই গুঞ্জন
জানুয়ারি ২৪, ২০২১দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শিগগিরই কলকাতার ‘ওসিডি’ছবিতে অভিনয় শুরু করবেন তিনি। এদিকে খবর ছড়িয়ে পড়ে যে এই ছবিটি প্রযোজনাও করবেন জয়া।
তবে বিষয়টি শুধুই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
জয়া জানালেন, আমি কী করে প্রডিউসার হবো! এই ছবিতে আমি শুধু অভিনয় করছি। বাকি কথাগুলো কেবলই গুঞ্জন।
নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ওসিডি’র আগে ‘ভূত পরী’তে অভিনয় করেছিলেন জয়া।সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার এই ছবিতে আরো অভিনয় করবেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কণীনিকা বন্দ্যোপ্যাধায় সহ অনেকে।