
উত্তাপ ছড়ালেন রাইমা
জানুয়ারি ২৩, ২০২১টালিউড ও বলিউড অভিনেত্রী রাইমা সেন। সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন এই সেনসেশনাল অভিনেত্রী।
কালচে ডিপ নেক স্যুটে বক্ষ বিভাজিকা স্পষ্ট। গাঢ় লিপস্টিকে সম্মোহনী ঠোঁট যুগল। বৃহস্পতিবার এভাবেই ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ালেন রাইমা সেন। শরীর নিয়ে কোনোদিনই ছুৎমার্গ নেই তার। ক্যামেরার সামনে সাহসী হতে দ্বিধা বোধ করেন না। এবারের ছবিতেও সেই আত্মবিশ্বাস স্পষ্ট।
এদিকে ২২ জানুয়ারিই হইচই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাইমার ‘হ্যালো’ সিরিজের তৃতীয় মৌসুমের এপিসোডগুলো। রাইমা ছাড়াও সিরিজে প্রধান ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, জয় সেনগুপ্ত ।
নতুন এপিসোডে দেখা গাছে সাহেব ভট্টাচার্য এবং পামেলা ভুতোরিয়াকে।