
ঈদে পূর্ণিমা
জানুয়ারি ৭, ২০২১জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন পর তার নতুন ছবি নিয়ে আসছেন। তার নতুন ছবির নাম জ্যাম। বর্তমানে ছবিটি সম্পাদনার টেবিলে রয়েছে।
আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন কৃতাঞ্জলি চলচ্চিত্রের কর্ণধার প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।
শেলী মান্না বলেন, করোনা ও বিভিন্ন কারণে জ্যাম ছবির কাজ শেষ করা হয়ে ওঠেনি। ছবির দুটি গান ও একটি সিকুয়েন্সের কাজ বাদে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। সম্পাদনার কাজ চলাকালীন গান ও সিকুয়েন্সের কাজ শেষ করা হবে। এরপর পুরো প্রস্তুত করে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে।
প্রয়াত নায়ক মান্নার নিজ হাতে গড়া প্রযোজনা প্রতিষ্টান কৃতাঞ্জলি চলচ্চিত্রের ৯ম সিনেমা জ্যাম। এটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
জ্যাম’ ছবিতে পূর্ণিমা ছাড়া আরও অভিনয় করছেন চম্পা, ফেরদৌস, ঋতুপর্ণা, আরিফিন শুভসহ অনেকে। প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনা থেকে ছবির কাহিনি লিখেছেন শেলী মান্না।