
আওয়ামী লীগের উপকমিটির সদস্য হলেন দুই অভিনেত্রী
জানুয়ারি ১৯, ২০২১ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হলেন অভিনেত্রী তানভীন সুইটি ও উর্মিলা শ্রাবন্তী কর। রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন। সেখানে স্থান পেয়েছেন ছোট পর্দার এই দুই তারকা।
এবারই প্রথম আওয়ামী লীগের সাংগঠনিক কোনো কমিটিতে পদ পেলেন সুইটি। অন্যদিকে উর্মিলা শ্রাবন্তী কর আওয়ামী লীগের সাবেক অভ্যর্থনা উপ-কমিটি, ৭ম জাতীয় কংগ্রেস ২০১৯ এর সদস্য। তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও একই বিশ্ববিদ্যালয়ের আওয়ামী আইন ছাত্র পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
উপকমিটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। মহিলা বিষয়ক উপকমিটিতে স্থান পাওয়ায় আমি আনন্দিত। এই কমিটিতে স্থান পাবার মধ্যে দিয়ে নারীদের জন্য আরো বেশি কাজ করতে পারবো।
উর্মিলা শ্রাবন্তী কর বলেন, পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। ছাত্র বয়সেও রাজনীতিতে সক্রিয় ছিলাম। মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য হওয়া আমার জন্য অবশ্যই আনন্দের। আশা করি নিজের দায়িত্ব যথাযথ পালন করতে পারবো।