
অভিনয়ে ফিরছেন রিচি সোলায়মান
জানুয়ারি ৫, ২০২১দেড় বছর পর দেশে ফিরে আবারো অভিনয়ে ফিরছেন মডেল-অভিনেত্রী রিচি সোলায়মান। চয়নিকা চৌধুরীর পরিচালনায় দুটি নাটকে তাকে দেখা যাবে।
ফারিয়া হোসেনের রচনায় ‘মন কেমনের দিন’ ও পান্থ শাহরিয়ারের রচনায় ‘জলতরঙ্গ’ নাটকে তার বিপরীতে অভিনয় করবেন যথাক্রমে আনিসুর রহমান মিলন ও জাহিদ হাসান। বুধবার থেকে থেকে উত্তরা ও মিরপুরে এর শুটিং শুরু হবে।
‘মন কেমনের দিন’ নাটকে তিনি অভিনয় করবেন বিদেশ ফেরত এক মেয়ের চরিত্রে। আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিতব্য ‘জলতরঙ্গ’ নাটকে কী চরিত্রে অভিনয় করছেন তা এখনই প্রকাশ করতে চান না তিনি।
গত ডিসেম্বরের শুরুতে আমেরিকা থেকে দেশে এসেছেন রিচি। ফিরে যাবেন আগামী মাসের প্রথম সপ্তাহে। এরই মধ্যে ৫টি নাটকের কাজ শেষ করতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী।