
অপূর্ব-তিশার মান-অভিমান ভাঙতে সময় লাগলো ১২ বছর
জানুয়ারি ৫, ২০২১অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে ২০০৮ সালের পর একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। ঠিক কি কারণে তারা একসঙ্গে কাজ করেননি সেই বিষয়টি পরিষ্কার নয়। তবে সব মান অভিমান ভেঙে ১২ বছর পর আবার একসঙ্গে ক্যামেরার সামনে এলেন অপূর্ব-তিশা।
প্রথমবার উপস্থাপনার খাতায় নাম লেখালেন তিশা। আর তার উপস্থাপনায় গেম শো ‘দ্য বক্স’-এ অতিথি হয়েছেন অপূর্ব, সঙ্গে ছিলেন নুসরাত ফারিয়া। শোটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল।
তিনিও জানতেন না এ শোয়ের আগে এক যুগ ধরে দু’জন একসঙ্গে কাজ করেননি। যখন অপূর্বকে তিশার অতিথি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন শাকিল স্বতঃস্ফূর্তভাবেই রাজি হয়েছিলেন ‘বড় ছেলে’।
শাকিল বলেন, শুটিং করার সময় তিশা-অপূর্বর কথোপকথনে জানতে পারি এক যুগ পর তারা একসঙ্গে কাজ করছেন! আমি বেশ অবাক হই, কারণ তিশাকে যখন জানালাম অপূর্বকে অতিথি করবো তিনিও কোনো দ্বিমত করেননি।
অনুষ্ঠানটির নির্মাতা সুত্রে জানা গেছে তিশার উপস্থাপনায় ‘দ্য বক্স’ নামের এ অনুষ্ঠানটির অপূর্ব-ফারিয়ার পর্বটি এনটিভিতে প্রচার হবে ৭ জানুয়ারি রাত ৯টায়।