
স্বামীকে ডিভোর্স দিবেন তমা মির্জা
ডিসেম্বর ২১, ২০২০বনিবনা না হওয়ায় স্বামীকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। এরইমধ্যে ডিভোর্সের কাগজপত্র তৈরি করেছেন বলে তিনি জানান।
তমা জানান, শিগগিরই হিশাম চিশতিকে তালাকের কাগজপত্র পাঠাবো। আইনজীবীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। এরমধ্যে ডিভোর্সের কাগজপত্র তৈরি করা হয়েছে। চলতি সপ্তাহে তাকে তালাকনামা পাঠিয়ে দেবো।
তিনি বলেন, তার সঙ্গে সংসার করা সম্ভব না। আমি এর আগেও তাকে একবার তালাক দিতে চেয়েছি। বিয়ের ছয় মাসের মাথায় তালাক দিতে চেয়েছিলাম। সেই সময় তার পরিবারের সবার অনুরোধে তালাক থেকে সরে আসি। তারপরও সে নিজেকে শুধরাতে পারেনি। তাই আমাকে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে।
গত বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তমা। এরমধ্যেই একে অপরের বিরুদ্ধে থানায় মামলাও করেন।