
সুলতানা রাজিয়ার গেটআপে আসছেন পূর্ণিমা
ডিসেম্বর ২৩, ২০২০চলতি বছর উল্লেখযোগ্য কাজে দেখা যায়নি চিত্রনায়িকা পূর্ণিমাকে। দুটি সিনেমার শুটিংয়ে কয়েক দফায় অংশ নিলেও তা এখনো শেষ হয়নি। কিন্তু বছরের শেষ প্রান্তে এসে কাজ করলেন নতুন একটি বিজ্ঞাপনে।
জানা গেছে, প্রতিবন্ধীদের কল্যাণে তৈরি মৈত্রী প্লাস্টিক পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন পূর্ণিমা। এরইমধ্যে বিজ্ঞাপনটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন ইমরান।
পূর্ণিমা বলেন, প্রতিবন্ধীদের সহায়তায় পরিচালিত প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করে ভালো লাগছে। এতে প্রচারণার কারণে আমাকে বিভিন্ন গেটআপে সাজতে হয়েছে। তার মধ্যে বিখ্যাত সুলতানা রাজিয়ার গেটআপও রয়েছে। আশা করছি বিজ্ঞাপনটি প্রচারে এলে সবার ভালো লাগবে।
এর আগে সবশেষ গত নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নির্মিতব্য ‘গাঙচিল’ ছবির কাজ করেছেন পূর্ণিমা। আপাতত কাজ বন্ধ রয়েছে, তবে শিগগিরই এ ছবির শুটিংয়ে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।