
সুন্দরবনে সৃজিত-মিথিলার বিবাহবার্ষিকী উদযাপন
ডিসেম্বর ৬, ২০২০কলকাতার নির্মাতা সৃজিত ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বিবাহিত জীবনের ১ বছর পূর্ণ করলেন রবিবার। গেলো বছর ৬ ডিসেম্বর বিয়ে করেন তারা। সেই হিসেবে অফিসিয়ালভাবে বিয়ের এক বছর পূর্ণ হয়েছে তাদের।
প্রথম বিবাহবার্ষিকী উদযাপনে সুন্দরবনে বেড়াতে গিয়েছেন আলোচিত এই জুটি। তাদের সঙ্গে রয়েছেন ছোট্ট আইরাও। এর আগে শীতের মিঠে রোদ্দুর মেখে ছোট্ট আইরা আর স্ত্রী মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলেন সৃজিত।
সেই ছবি উঠে এসেছে সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়ার পাতায়। এবার আইরাকে নিয়ে সুন্দরবন বেড়াতে গেলেন সৃজিত। নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত নিজেই টুইটারে পোস্ট করেছেন সৃজিত।
করোনাকালীন লকডাউনের মধ্যে বাংলাদেশে আটকা পড়েন মিথিলা। অন্যদিকে সৃজিত ছিলেন কলকাতায়। পরে বিশেষ অনুমতি সাপেক্ষে স্ত্রীকে নিজের কাছে নিয়ে যান সৃজিত।