
সুইমস্যুট পরেই সমুদ্রে
ডিসেম্বর ৩০, ২০২০জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। বিকিনি নয়, সুইমস্যুট পরেই সমুদ্রে তীরে ধরা পড়লেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় এই সুন্দরী ছবি পোস্ট করে লিখেছেন, ‘তখন এটাই ঘটল। সে তার সাঁতারের পোশাক পরেই নেমে পড়া…! কারণ সমুদ্রের ডাক প্রতিহত করতে পারিনি.. !!’
মোনালির পোস্ট করা আরও একটি ছবিতে নীল সমুদ্রে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাকে। যে ছবি পোস্ট করে মোনালি লিখেছেন, কোনও পরিকল্পনা ছাড়াই সমুদ্রে বেড়াতে গিয়েছেন তিনি।
প্রসঙ্গত, তার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যাচ্ছে, পরিবারের সঙ্গে দুবাইতে বেড়াতে গিয়েছেন মোনালি ঠাকুর।
প্রসঙ্গত, লকডাউনের মধ্যে গেলো জুন মাসে মোনালি ঠাকুর হঠাৎই সকলকে জানান, তিনি ২০১৭ সালেই মাইক রিকটার-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। হঠাৎ করে গায়িকার বিয়ের কথা শুনে হতবাক হন তার বহু ভক্ত।
তার স্বামী মাইক রিকটার সুইজারল্যান্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।