
শিল্পীর পরিবারের ৩৫ জন করোনায় আক্রান্ত
ডিসেম্বর ২১, ২০২০চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পীর পরিবারের প্রায় ৩৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অনেকে হাসপাতালে রয়েছেন, অনেকে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ দ্বিতীয়বার করোনা পরীক্ষার অপেক্ষায় রয়েছেন।
জানা যায়, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই তাদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, সেই সময় এই চিত্রনায়িকা সপরিবারে করোনায় আক্রান্ত হন।
প্রথমে পরিবারের দু-একজন আক্রান্ত হলেও পরে পাঁচ-ছয়জন করে একসঙ্গে করোনায় আক্রান্ত হন। একে একে পরিবারের প্রায় সবাই করোনায় আক্রান্ত হন।
গত ২৮ নভেম্বর শিল্পীর প্রথম করোনায় আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ পায়। সে সময় প্রথমে তিনি বাসায় চিকিৎসা নিলেও পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
পরিবারের সদস্যদের আক্রান্তের বিষয়ে শিল্পী জানান, তার শ্বশুরের ১০ জন ছেলে-মেয়ে। তাদের স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ প্রায় সবাই করোনায় আক্রান্ত হয়েছেন।