
শাবনূরের স্বপ্ন, একমাত্র ছেলে ক্রিকেটার হোক
ডিসেম্বর ৭, ২০২০দীর্ঘদিন ধরেই সিনেমার বাইরে রয়েছেন চিত্রনায়িকা শাবনূর। এরপরও ভক্তদের আগ্রহের কমতি নেই তাকে ঘিরে। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন এই চিত্রতারকা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলেকে নিয়েই রয়েছেন তিনি। শাবনূরের স্বপ্ন একমাত্র ছেলে ক্রিকেটার হোক।
শাবনূর বলেন, আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে। খেলা চললে টেলিভিশনের সামনে থেকে সরানো যায় না। বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। কখন কীভাবে যে ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মাল, টেরই পেলাম না। আমিও চাই, ও একজন ক্রিকেটার হয়ে ওঠুক।
তিন দশকের অভিনয়জীবন শাবনূরের। ‘চাঁদনী রাতে’ সিনেমা দিয়ে অভিনয় শুরু হওয়া শাবনূর টানা কাজ করেছেন ২০১০ পর্যন্ত। এরপর তাকে অভিনয়ে পাওয়া যায়নি।