
শাকিবের ‘নবাব এলএলবি’ পাইরেসি, নির্মাতার জিডি
ডিসেম্বর ২০, ২০২০বিজয় দিবসে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘নবাব এলএলবি’। ছবিটি মুক্তির আগে এর পরিচালক ও আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুন দাবি করেছিলেন, তাদের ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাইরেসি হওয়া অসম্ভব। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টা পরই পাইরেসি হওয়ার অভিযোগ ওঠে।
সিনেমাটি পাইরেসি হওয়ার কারণে শনিবার রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অনন্য মামুন। রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানিয়েছেন তিনি।
এদিকে, সিনেমাটি মুক্তির পরই সমালোচনার মুখে পড়ে। সমালোচনা সিনেমাটি মুক্তি দেওয়া ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটার ও তাদের সিদ্ধান্ত নিয়ে। কোনো পূর্বঘোষণা ছাড়াই ১৬ ডিসেম্বর রাতে সিনেমাটির অর্ধেক অংশ মুক্তি দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। এমন সিদ্ধান্তকে ‘প্রতারণা’ উল্লেখ করে খেপেছেন দর্শক।
যদিও এর কারণ হিসেবে অবশ্য পরিচালক বলেছিলেন, সিনেমাটির দৈর্ঘ্য ও প্রচারণার কৌশল।
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।