
‘মোনালিসা’ হয়ে আসছেন ফারিয়া শাহরিন
ডিসেম্বর ১৪, ২০২০ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে ভিন্ন ধারার ভালোবাসার গল্পের নাটক ‘মোনালিসা’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন। তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক।
এছাড়াও অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ারসহ অনেকে। নাটকটি রচনা করেছেন আহমেদ ফারুক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।
নাটকের গল্পে দেখা যায়, গল্পের নায়ক রতন তার স্বপ্নে লালন করা যে মেয়েটিকে ভালোবাসতো তাকে বাস্তবেই পেয়ে যায়। রতন এতিমখানার এক আসহায় ছেলে। আর মোনালিসা মফস্বলের একটা টেইলরসে কাজ করে। নদী পথে নৌকা পার হবার সময় রতন এর সঙ্গে মোনালিসার দেখা হয়। এভাবে তাদের মাঝে ভালো লাগা তৈরি হয়।
নাটকটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। আসছে বছরের ভালোবাসা দিবসে একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।