
মীর সাব্বিরের কথায় নচিকেতার গান
ডিসেম্বর ২২, ২০২০অভিনেতা মীর সাব্বির নাটক নির্মাণ করলেও প্রথমবার সিনেমা বানাচ্ছেন। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার নাম ‘রাত জাগা ফুল’। ছবিটিতে একটি গানে কণ্ঠ দিলেন কলকাতার জনপ্রিয় গায়ক নচীকেতা চক্রবর্তী। গানটির শিরোনাম ‘দিন বদলের দিন শুরু’।
সম্প্রতি কলকাতা থেকে গানটিতে কণ্ঠ দিয়েছেন নচিকেতা। মীর সাব্বিরের কথায় গানটি সুর করেছেন কলকাতার তমাল চক্রবর্তী। গানটির শিরোনাম ‘দিন বদলের দিন শুরু’।
গানটি নিয়ে মীর সাব্বির বলেন, নচিকেতার মতো বড় মাপের একজন শিল্পী আমার সিনেমায় গান গেয়ে দিচ্ছেন এ জন্য তার কৃতজ্ঞ। গানে এক ধরণের সচেতনতার কথা বলা হয়েছে। দর্শকরা গানটিতে শিক্ষামূলক বার্তা পাবেন।
রাত জাগা ফুল ছবির সঙ্গীতায়োজন করছেন ইমন চৌধুরী। কিছু দিন আগে মীর সাব্বিরের কথায় ছবিটির টাইটেল গানে কণ্ঠ দেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। এই গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।