
বিয়ে, হানিমুন শেষে কাজলের ফেরা
ডিসেম্বর ১৬, ২০২০বিয়ে এবং হানিমুন শেষে মঙ্গলবার কাজে ফিরলেন কাজল আগারওয়াল। তবে এবার একা নন, শুটিংয়ে স্বামী গৌতম কিসলুকে সঙ্গে নিয়েই হাজির হন দক্ষিণ ভারতের এই অভিনেত্রী।
গতকাল আচার্য্য ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন কাজল আগারওয়াল। হায়দরাবাদে ছবির সেটে কাজলদের জন্য ছিল সারপ্রাইজ। মহাতারকা চিরঞ্জীবী এবং কলাকুশলীরা অপেক্ষায় ছিলেন কখন সেটে আসবেন তিনি। স্বামীসহ কাজল আসতেই ফুলেল শুভেচ্ছায় ভরে যায় শুটিং সেট। কেকও কাটা হয়।
গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিসলুকে বিয়ে করেন এই অভিনেত্রী। করোনার সংক্রমণের কারণে একদমই কাছের বন্ধু ও আত্মীস্বজনকে নিয়ে বিয়ের আয়োজন সম্পন্ন হয়।
বিয়ের পর হানিমুন সারতে দুজন পারি জমান মালদ্বীপে। সেখানে আনন্দঘন সময় কাটিয়েছেন, তা বোঝা গেল তাদের ইনস্টাগ্রামে ঘুরে। পানির নিচের তাদের রোমাঞ্চকর সব ছবি ভক্তদের মন জুড়িয়েছে।