
বিয়ের তারিখ জানালেন জায়েদ-গওহর
ডিসেম্বর ১, ২০২০জায়েদ দরবার ও গওহর খানের প্রেম নিয়ে পত্রপত্রিকায় কম লেখা হয়নি। বিয়ের গুঞ্জনও অনেক দিনের। গত ৫ নভেম্বর জায়েদ দরবার ও গওহর খান আনুষ্ঠানিকভাবে প্রেমের কথা জানান। এরপর থেকেই বিয়ের গুঞ্জন আরো জোড়ালো হয়। অবশেষে বিয়ের ঘোষণা দিলেন তারা।
ভারতের সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, জায়েদ-গওহর বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। প্রতীক্ষিত দিনটি খুব দূরে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ যুগল তাদের ভক্ত-অনুরাগীর উদ্দেশে সুখবর শেয়ার করেছেন। জানিয়েছেন বিয়ের তারিখ।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যুগল ছবি শেয়ার করে অভিনেত্রী গওহর খান বিয়ের তারিখ ঘোষণা করেছেন। সেখাস থেকে জানা গেছে, এ যুগল বিয়ে করবেন ২৫ ডিসেম্বর।
ওই জানিয়েছেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের বিয়ে হবে পারিবারিক আয়োজনে। অবিরত সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন গওহর খান।
জায়েদ দরবারও একই পোস্ট তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। এবার ২৫ ডিসেম্বরের অপেক্ষা ভক্ত-অনুরাগীদের।