
বিধানসভা নির্বাচনে লড়বেন কমল হাসান
ডিসেম্বর ১৪, ২০২০অভিনেতা কমল হাসান ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বেন। এমন ঘোষণা দিয়েছেন দাক্ষিণাত্যের এই মেগাস্টার। রবিবার থেকে আগামী নির্বাচনের প্রচার শুরু করেছেন মাক্কাল নিধি মাইয়াম দলের পুরোধা কমল হাসান।
সোমবার সংবাদসংস্থা এএনআইকে তিনি নির্বাচনে লড়াইয়ের কথা জানান। তবে কোনো আসন থেকে কমল হাসান লড়বেন তা এখনই জানাতে চাননি তিনি।
এদিকে কমল হাসানের আগেই নিজের নতুন রাজনৈতিক দল তৈরি করার কথা ঘোষণা করে দিয়েছেন সুপারস্টার রজনীকান্ত। টুইটারে থালাইভা জানিয়ে দিয়েছেন, ৩১ ডিসেম্বর নিজের নতুন দলের নাম তিনি ঘোষণা করবেন। তামিলভূমের আগামী নির্বাচনে জেতার বিষয়েও আশাবাদী তিনি।