
বাবার স্মরণে ফাহমিদা ও সামিনার গান
ডিসেম্বর ১৯, ২০২০দেশের গানের জগতে এক নক্ষত্র নাম মাহমুদুন্নবী। এ ব্যক্তিত্বের মৃত্যুদিন ২০ ডিসেম্বর। দিনটি উপলক্ষে চ্যানেল আই তাদের সপ্তাহের অনুষ্ঠান ‘প্রিয় যত গান’র একটি বিশেষ পর্ব প্রচার করবে। ওই পর্বে এক সঙ্গে অংশ নেবেন তারই দুই কন্যা ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।
এ অনুষ্ঠানে তারা তাদেও বাবার প্রিয় যতো গান পরিবেশন করবেন তারা। এমনটাই জানেিয়ছেন অনুষ্ঠানের পরিচালক অনন্যা রুমা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাফি আহমেদ। অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন।
জানা গেছে, ওইদিন বিকেল ৩.০৫ মিনিটে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানটি।